English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
- Advertisement -

সারাজীবনই একাকী বলিউডের যে পাঁচ নায়িকা

- Advertisements -

নাসিম রুমি: ২০-এর কোঠা পেরোলেই নারীদের শুনতে হয়, ‘বিয়েটা কবে হচ্ছে?’। তবে সেই যুগ বদলেছে। ছক ভাঙছেন নারীরা। কেউ সময়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে বিয়ে করছেন। আবার কেউ ছক ভেঙে থেকে গেছেন একাকী। তবু তারা একাকিত্বে ভোগেন না।

বরং বীরসদর্পে বুঝিয়ে দিচ্ছেন— নারীরা একা ভালোই থাকতে পারে। দেখে নেওয়া যাক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির বলিউডের এই একাকী ও সাহসী নারীদের। জেনে নেওয়া যাক এমন সাহসী সিদ্ধান্তের নেপথ্যের কারণ কী।

প্রথমেই উঠে আসছে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নাম। রণদীপ হুদা, মিলিন্দ সোমান, বিক্রম ভাট, ললিত মোদিসহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সবশেষে কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে দীর্ঘদিন একত্রবাস করছেন। বন্ধুত্ব রাখলেও সম্পর্ক টেকেনি তাদের। বিয়ে এখনো করেননি সুস্মিতা। তবে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। তাদের সঙ্গে ভালোই আছেন অভিনেত্রী। বহু নারীকে অনুপ্রাণিতও করেছেন সুস্মিতা সেন।

এদিকে বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী টাবু। বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনো তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকেই। ৩০ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। সম্পর্কের গুঞ্জনও রয়েছে। কিন্তু ঘোষিত সম্পর্কে কখনই থাকতে দেখা যায়নি টাবুকে। ৫২ বছর বয়সি অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন—একাকী বিষয়টি আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়; সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনো একা লাগলে সেটি নিজে সামলে ওঠা যায়। কিন্তু ভুল সঙ্গীর সঙ্গে সারাজীবন কাটানো আরও যন্ত্রণাদায়ক।

অন্যদিকে ক্যারিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার। কিন্তু একসময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন তিনি। তবু অভিনেত্রী একাকী। বিয়ে না করেও দিব্যি আছেন আমিশা প্যাটেল। বছরখানেক আগে ‘গদর ২’ সিনেমাতেও নজর কেড়েছিলেন অভিনেত্রী।

এ ছাড়া বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি ‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন অভিনেত্রী। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর একা থাকার সিদ্ধান্তই নেন নার্গিস ফাকরি।

সবশেষে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন। কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তার নাম বাদ দেওয়া যায় না। ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের সাত মাসের মাথায় মুকেশ আত্মহত্যা করেন। এরপর একাই থেকে গেছেন রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেই ভালোবেসেছেন। আর বিয়ের পথে যাননি অভিনেত্রী। যদিও সাজের অংশ হিসেবে সিঁথিতে সিঁদুর পরেন রেখা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন