English

30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

সারাকে নাম বদলে রাখার পরামর্শ ভক্তদের

- Advertisements -

বলিউড অভিনেত্রী সারা আলি খানকে মাঝে মধ্যেই নানা মন্দির ও তীর্থস্থানে দর্শনে যেতে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে পূজা করতে গেছেন অভিনেত্রী। পরিবার সূত্রে দুই ধর্মের আচার কমবেশি পালন করেন সাইফকন্যা।

কিন্তু এবার কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন সারা আলি খান। সেখান থেকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও শেয়ার করে নেন অভিনেত্রী। সেখানে সাদা পোশাকে দেখা যায় অমৃতাকন্যাকে। এ ছাড়া তার পরনে ছিল সাদা চুড়িদার পোশাক। সঙ্গে সাদা ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন তিনি।

দেবীর মন্দিরে পূজার সময় সারার কপালে ছিল লাল সিঁদুর। এ ছাড়া সারাকে এক নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। জানা গেছে, নবরাত্রি উপলক্ষ্যেই সারা আলি খান সেই দেবীর দর্শনে যান। অভিনেত্রীর এসব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন তাকে।

তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভক্তদের থেকে। কিছু নেটিজেন যেমন সারাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনি অনেকে দেবীর কৃপা প্রার্থনাও করেছেন। আবার অনেকেই অভিনেত্রীর নিজ ধর্মকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গও তুলেছেন।

যেমন এক নেটিজেন লিখেছেন—মুসলিম হওয়ার পরও এটা করা উচিত নয়। আমি সব ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটি পাপ। আল্লাহ এটি পছন্দ করেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়। আরেক নেটিজেন লিখেছেন—তুমি কেন ইসলামিক উৎসবের কোনো ছবি শেয়ার কর না? অন্য আরেক নেটিজেন নিজের নাম বদলানোর পরামর্শ দিয়ে লিখেছেন— সারা নাম বদলে সীতা রাখো— এটাই ভালো হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন