English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

সামান্থার গায়ে ৩০ কেজির শাড়ি, তিন কোটি রুপির গয়না!

- Advertisements -

সামান্থা রুথ প্রভু, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তার শরীরে ধরা পড়েছে বিরল রোগ। তবে দমতে নারাজ তিনি। ‘শকুন্তলাম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত দক্ষিণী এই অভিনেত্রী। জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলাম’-এর ট্রেলার। খবর, দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তাও একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং।

কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলাম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ। এই ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে আল্লু আরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে আরহাকে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত ছবি। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলাম’।

অন্যদিকে এরই মধ্যে আরও একটি কাজে হাত দিয়েছেন সামান্থা। ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের ছবিতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। শুরু হয়েছে সেই কাজও। এবার প্রকাশ্যে এল ‘সিটাডেল’-এ সামান্থার লুক। অভিনেত্রীর পরনে কালো জ্যাকেট, জিন্স আর রোদচশমা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামান্থার এই অবতার।

সামান্থার এই অবতারে মুগ্ধ খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার লুকের প্রশংসাও করেন প্রিয়াঙ্কা। রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’ সিরিজে ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করেছেন দেশি গার্ল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন