English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
- Advertisement -

সাবেক প্রেমিককে পুড়িয়ে মারলেন নার্গিস ফাখরির বোন আলিয়া!

- Advertisements -

সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ভারতীয় অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরির বিরুদ্ধে। নিউইয়র্কে গত মাসে এমন একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে আলিয়াকে।

জানা গেছে, ৪৩ বছর বয়সী আলিয়া মার্কিন নাগরিক। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। আট বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু বিষয়টি মানতে পারছিলেন না আলিয়া।

অভিযোগ, সাবেক প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়ে ওঠেন আলিয়া। গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সেসময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও।

এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সে দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাড়িতে ঢুকে আসেন আলিয়া। চিৎকার করে বলতে শুরু করেন “আজ তোমাকে মরতেই হবে।” জ্যাকবসের বাড়িতে উপস্থিত ওই ব্যক্তির দাবি তিনি আলিয়াকে জানিয়েছিলেন, জ্যাকবস ঘুমাচ্ছেন। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি আলিয়া। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশী এক নারীও বেরিয়ে আসেন।

ততক্ষণে বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছেন আলিয়া। প্রতিবেশী ও বন্ধুরা এসে জ্যাকবস ও তার প্রেমিকাকে উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে তাদের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে দু’জনের।

জ্যাকবসের মায়ের দাবি, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নানা অজুহাতে তার ছেলের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। নিয়মিত হুমকিও দিতেন। এ দিকে আলিয়ার মা জানিয়েছেন, তার মেয়ে নির্দোষ। অত্যন্ত ভাল মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না!

‘রকস্টার’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ নার্গিস ফাখরির। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’, ‘আজহার’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। কিন্তু, অভিনয় ক্যারিয়ারে যে বিরাট সাফল্য পেয়েছেন, এমনটা নয়। তাই মাঝে আমেরিকায় ফিরে যান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন