নাসিম রুমি: কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ সময় পর মঞ্চে ফিরেছিলেন ৩১ জানুয়ারি। গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন। শুক্রবার (৩১ জানুয়ারি) ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে গাইতে তিনি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৪ জানুয়ারি) বাসায় ফিরেছেন তিনি। সাবিনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, আপাতত যেন বিশ্রামে থাকেন। এখন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি। এমন কি আগামী ছয়মাস তাকে গান থেকে বিরত থাকতে বলেছেন।