চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমীর ভাবনায় দেশের সাত নদীর নামে সাতটি গানচিত্র হতে যাচ্ছে। সাত গান গাইবে দেশের সাতটি ব্যান্ড। কুশিয়ারা, সাঙ্গু, পদ্মা, বুড়িগঙ্গা, চিত্রা, পশুর ও ডাহুক নদীকে কেন্দ্র করে গানচিত্রগুলো হবে ওই নদীর ধারেই। গাইবে আর্ক, ক্রিপটিক ফেইট, চিরকুট, আরবোভাইরাস, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস।
‘জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই’—এই স্লোগানে শুরু হয়েছে ‘নদী রকস’ নামের এই উদ্যোগ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে চারটি গান রেকর্ডও হয়েছে। বাকি গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হলেই ভিডিওচিত্র ধারণ শুরু হবে বলে জানালেন সুমী।
পুরো পরিকল্পনা সম্পর্কে সুমী বলেন, ‘ছোটবেলায় আমরা নদীর সঙ্গে বড় হয়েছি, সেই নদীগুলো এখন ক্ষীণকায় হয়ে আসছে। যেহেতু গান জানি, গান নিয়েই নদীর কাছে যাব। ’ সুমী আরো জানালেন, নদী নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে চান। প্রথম সিজনে সাত গান থাকছে। এভাবে দেশের ৭২০টি নদীর বেশির ভাগের নামেই গান করার পরিকল্পনা আছে তাঁর।