English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

সাড়া পায়নি বেবি জন, তবে দুর্ধর্ষ লুকে প্রশংসিত জ্যাকি শ্রফ

- Advertisements -
মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বেবি জন।’ অ্যাটলির প্রযোজনায় ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি। এতে বরুণের বিপরীতে জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশ। তবে বক্স অফিসে সেভাবে জমাতে পারছে না বেবি জন।
কারণ পুষ্পা ঝড় এখনও চলছে ভারতীয় বক্স অফিসে। 

অ্যাটলির তামিল সিনেমা ‘থেরি’র হিন্দি রিমেক ‘বেবি জন।’ তবে হিন্দিতে সিনেমাটি পরিচালনা করেননি অ্যাটলি। বরং প্রযোজনায় রয়েছেন।

পরিচালনা করেছেন কালিস। সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ লক্ষ্য করা গেলেও প্রেক্ষাগৃহে সেভাবে সাড়া মিলছে না। তবে বক্স অফিসে সাড়া না পেলেও দর্শকদের মাঝে সাড়া ফেলে দিয়েছেন সিনেমার খলনায়ক জ্যাকি শ্রফ। একেবারে বিধ্বংসী লুকেই বেজি জনে ধরা দিয়েছেন এ প্রবীন অভিনেতা।
‘বেবি জন’ দেখার পর দর্শকরাও প্রশংসায় ভাসাচ্ছেন জ্যাকি শ্রফকে। মাথার সাদা কাঁচা পাকা লম্বা চুলগুলো পনিটেল করে বাঁধা। উন্মুক্ত শরীরে বডি এবং মাসেল বিদ্যমান। গায়ে লেগে আছে রক্ত। গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা।
এহেন ভয়ঙ্কর রূপ জ্যাকিকে লাগছেও বেশ অন্যরকম। তাঁর চোখের কাজল কিংবা আঙুলের ফাঁকে সিগারেট ধরার স্টাইলে কেঁপে উঠেছেন দর্শকরা। ফলে দীর্ঘদিন পর বেশ জোড়ালো কোনো চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন জ্যাকি।বেবি জন-এ বব্বর শেরের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। একদম তুখোড় খলনায়ক যাকে বলে। অভিনেতাকে যদিও বা এর আগে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছে কিন্তু তাঁর এই লুক একেবারেই ভিন্ন যা বেশ আলোচনায় নিয়ে এসেছে তাকে। সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে ক্যামিও দিয়েছেন সালমান খান।

২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলির প্রযোজনা ও বরুণ ধাওয়ানের ধুন্ধুমার অ্যাকশনও সেভাবে দর্শক টানতে পারছে না। প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ১১ কোটি ও দ্বিতীয় দিন মাত্র ৪.৭৫ কোটি রুপি আয় করতে পেরেছে এটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন