ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করলেন চিত্রনায়ক ফেরদৌস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। এরপর সোমবার বিকেল ৪টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান তিনি।
এদিকে সাকিব আল হাসানও এবার সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। তার সঙ্গেও ফেরদৌসের সম্পর্ক বন্ধুর মতোন। ভারতের একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটা ফেরদৌস নিজেই জানালেন।
সাকিব আল হাসান নির্বাচন করছেন তার সঙ্গে কথা হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, কথা হয়েছে। এমনিতেই আমরা খুব ভালো বন্ধু। সাকিব নিশ্চয়ই এখন ওর কেন্দ্রে ব্যস্ত। মাশরফিও আমার খুব ভালো বন্ধু। জাতীয় দলের দুই ক্যাপ্টেনই এখন জনপ্রতিনিধি হতে চলেছেন, এটা ভেবেই ভীষণ গর্ববোধ করছি। আশা করছি ওদের দু’জনের সঙ্গেই দ্রুত দেখা হবে।