English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

সাকিব পলিটিক্সের ‘পি’ জানে না, ও কেন নির্বাচন করবে: মিশা

- Advertisements -

নাসিম রুমি: সাকিবের মনোনয়ন সংগ্রহের খবর ভক্তদের বেশ অবাক করেছে। একে তো বাংলাদেশ দল সদ্যই বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরেছে, অন্যদিকে নির্বাচনে লড়াইয়ের জন্য সাকিব তিন তিনটি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছে। ফলে অনেকেই সাকিবের সমালোচনাতেও মেতেছে।

জাতীয় দলের বর্তমান অধিনায়কের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তার মতে, ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিবের।

মিশা বলেন, ‘সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বল সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে অ্যাকাডেমিক করুক।’

এসময় রাজনীতিতে মাশরাফির উদাহরণ টেনে এই অভিনেতা বলেন, ‘মাশরাফি ক্যারিয়ারের একদম শেষদিকে সংসদ নির্বাচনে এসেছিলেন। সাকিবেরও তাই করা উচিত। ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।’

মিশা বলেন, ‘আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটের নায়ক সাকিব। সে যদি এখন রাজনীতিতে চলে আসে, কেমন হবে? রাজনীতি মানে হচ্ছে―হয় মানুষ তোমার পক্ষে আসবে না হয় বিপক্ষে। বিপক্ষের মানুষ সমালোচনা করবে। কিন্তু খেলার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জায়গায়।’

মিশা সওদাগর চান, সাকিব এখনই রাজনীতিতে না আসুক। তিনি বলেন, ‘এই দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। তাই রাজনীতি বাদ দেওয়া উচিত। ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন