জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় নিজ জেলা কিশোরগঞ্জ সংস্কৃতি অঙ্গনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় (১৩ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার নাট্য পরিষদ কিশোরগঞ্জ। সংগঠনের সভাপতি হারুন আল রশীদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
এই অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম সভাপতি কোহিনূর আফজাল, ছড়াকার, প্রাবন্ধিক, ইতিহাস-মুক্তিযুদ্ধ ও লোকসংস্কৃতির গবেষক জাহাঙ্গীর আলম জাহান এবং সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।
সংবর্ধিত অতিথির বক্তৃতায় চিত্রনায়ক সাইমন সাদিক বলেন নিজের শহরে এইভাবে সংবর্ধনা দেয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর শিল্পী হওয়া আগে মানুষ হওয়া চেষ্টা করছি। প্রকৃত মানুষ হলে শিল্পী হওয়া যায়। সবাই আমার জন্য দোয়া করবেন ভালো মানুষ হতে পারি।
সংবর্ধনা পর্ব শেষে সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য এবং গীতি নৃত্যনাট্য রূপবান পরিবেশিত হয়।