নাসিম রুমি: ভারতে সাইবার অপরাধ বাড়ছে। তাই মুম্বাই পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সবাইকে সতর্ক করতে তৎপর হয়ে উঠেছেন বলিউড অভিনেতা ও সংগীতশিল্পী আয়ুষ্মান খুরানা। তিনি মনে করেন, সাইবার অপরাধ দমন করার সময় এসে গিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সাইবার অপরাধ থামাতে মুম্বাই পুলিশের হয়ে কাজ করবেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। একটি প্রচার মুখী ভিডিও দেখাও যাচ্ছে তাকে। সাইবার স্পেসে সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শও দিচ্ছেন।
এক বিবৃতিতে আয়ুষ্মান বলেছেন, ‘এই সময় দাঁড়িয়ে সাইবার সেফটি ভীষণ প্রয়োজন হয়ে উঠেছে। অনলাইনে স্ক্যাম চলছে। মানুষ এর ফাঁদে পড়ছেন। তাঁদের বিরাট ক্ষতিও হচ্ছে। এখন সময় এসেছে সতর্ক হওয়ার।’
এই ক্যাম্পেনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সতর্কতা তৈরি করতে চলেছে মুম্বাই পুলিশ। আয়ুষ্মানের মতো সমাজ সচেতন অভিনেতাকে পাশে পেয়ে তারাও আশ্বস্ত। জন সাধারণের মধ্যে আয়ুষ্মানের ভাবমূর্তি সম্পর্কে জানেন মুম্বাই পুলিশ। সেই কারণে এই ক্যাম্পেনে তাকেই বেছে নেওয়া হয়েছে।