English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

সাইফ আলি খানের সব গোপন কাণ্ড ফাঁস করলেন মা!

- Advertisements -

নাসিম রুমি: সাইফ আলি খানের পঞ্চান্ন বছরে বসন্ত এসেছে অনেক বার। বয়সে ১০ বছরের বড় অমৃতা সিংয়ের সঙ্গে প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর ১০ বছরের ছোট কারিনা কাপুরের সঙ্গে প্রেম-বিয়ের কথা সকলেরই জানা। কিন্তু এই দুইয়ের মাঝেও যে সাইফের জীবনে এসেছিল অন্য এক নারী। নাম রোজা ক্যাটালানো। ইটালির মডেল।

অমৃতার সঙ্গে ২০০৪-এ বিচ্ছেদের পর রোজার সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ। পার্টিতে, সেটে সব সময়ে একসঙ্গে দেখা যেত সাইফ-রোজাকে। কেনিয়ায় দেখা হওয়ার পর থেকে রোজার জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিলেন ছোট নবাব। যদিও সেই সম্পর্ক শেষ হয় তিক্ততার সঙ্গে।

তবে সাইফ ছোট থেকেই নাকি প্রেমিক স্বভাবের। ‘কফি উইথ করণ’-এর পরবর্তী পর্বে অতিথি সাইফ ও তার মা শর্মিলা ঠাকুর। করণের শোতে এসে ছেলের গোপন কাণ্ড ফাঁস করলেন অভিনেত্রী।

‘কফি উইথ করণ’-এর নতুন পর্বের প্রমো ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। প্রমোতেই দেখা যাচ্ছে ছেলেকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন শর্মিলা। যদিও মায়ের কথা শুনে সাইফ জানান, সবটাই তিনি বাড়িয়ে বলছেন। যে প্রমো প্রকাশ্যে এসেছে সেখানেই দেখা যাচ্ছে করণ শর্মিলাকে জিজ্ঞেস করছেন তিনি কখন সাইফকে শেষ বার তিরস্কার করেছেন। সময় নষ্ট না করেই চটজলদি শর্মিলা বলেন, ‘এই তো কয়েক মিনিট আগে।’

ছেলে সাইফ সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানতে চান করণ জোহর। সাইফের কলেজ জীবনের কথা প্রকাশ্যে এনে শর্মিলা বলেন, ‘সাইফ তো পড়াশোনা করতে যেত না, কলেজ না গিয়ে বিমানসেবিকাদের সঙ্গে বেড়াতে চলে যেত।’

সাইফ যখন ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন এটি তখনকার ঘটনা। মা এত বছরের পুরনো ঘটনা বলছেন দেখে থামাতে যান সাইফ। কিন্তু মাঝে ঢাল হয়ে ছিলেন করণ। শেষে আক্ষেপের সঙ্গে বলেন, ‘আমাকে নিয়ে এসব শোনার জন্যই কি ডাকা হয়েছে!’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন