English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

সহ সভাপতি পদে হেরে গেলেন রিয়াজ ও ডি.এ তায়েব

- Advertisements -

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে সহ সভাপতি পদে হেরেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব। এ পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে রিয়াজ পেয়েছেন ১৫৬ ও ডি.এ তায়েব ১১২ ভোট। বিজয়ী মাসুম পারভেজ রুবেল পেয়েছেন (১১৯) ও  মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ভোট।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।

এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ সভাপতি- মাসুম পারভেজ রুবেল (১১৯)
সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল (২১৯)

সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৭৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)

সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মামনুন ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যনির্বাহী সদস্য:
অঞ্জনা সুলতানা (২২৫)
অরুণা বিশ্বাস (১৯২)
অমিত হাসান (২২৭)
আলীরাজ (২০৩)
কেয়া (২১২)
চুন্নু (২২০)
জেসমিন (২০৮)
ফেরদৌস (২৪০)
মৌসুমী (২২৫)
রোজিনা (১৮৫)
সুচরিতা (২০১)

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিয়েছে দুইটি প্যানেল। এর একটির নেতৃত্বে ছিলেন মিশা-জায়েদ ও অপরটির নেতৃত্বে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন