English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
- Advertisement -

সর্বোচ্চ করদাতা অমিতাভ, এক বছরেই দিলেন ১২০ কোটি

- Advertisements -

নাসিম রুমি: দেশের আর দশটা মানুষের মতো তারকারাও ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন। এই তালিকায় অনেকেরই আগ্রহ থাকে। ২০২৪ সালে প্রায় ৩৫০ কোটি টাকা আয় করে ভারতের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন অমিতাভ বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুসারে, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১২০ কোটি টাকার কর দিয়েছেন অমিতাভ। কারণ এই এক বছরে মোট ৩৫০ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেতা, যার ফলে তাঁর কর দাঁড়িয়েছে ১২০ কোটি টাকা।

ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বড় চলচ্চিত্র থেকে শুরু করে শীর্ষ ব্র্যান্ডের প্রথম পছন্দ হওয়া পর্যন্ত— ৮২ বছর বয়সেও অমিতাভ বচ্চন চাহিদার শীর্ষে থাকা একজন অভিনেতা।

টেলিভিশনে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর সেরা সঞ্চালক হিসেবেও তিনি জনপ্রিয়। এই সমস্ত উৎস থেকে তার মোট আয় ৩৫০ কোটি টাকা, যা ভারতীয় চলচ্চিত্র জগতের একজন ব্যক্তির জন্য অন্যতম সর্বোচ্চ উপার্জনের রেকর্ড, জানিয়েছে সেই সূত্র।

সূত্রটি আরও জানিয়েছে যে, অমিতাভ বচ্চন গত ১৫ মার্চ ২০২৫ তারিখে তার শেষ কিস্তির অগ্রিম কর হিসাবে ৫২.৫০ কোটি টাকা জমা দিয়েছেন। ‘শাহেনশাহ’ আজও ভারতীয়দের জন্য এক অনুপ্রেরণা এবং কর সংক্রান্ত সমস্ত দায়িত্ব যথাসময়ে পালন করেন। ২০২৫ সালেও নতুন প্রকল্পে চুক্তিবদ্ধ হয়ে তিনি তার অনুরাগীদের জন্য নতুন চমক নিয়ে আসতে প্রস্তুত, বলেছে সূত্রটি।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন অমিতাভ। তিনি দিয়েছিলেন ৭১ কোটি। সেবারে শাহরুখ ছিলেন এই তালিকার শীর্ষে। এবার শাহরুখ, সালমান, অক্ষয়দের পেছনে ফেলে দিয়েছেন ৮২ বছর বয়সি অভিনেতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন