English

26 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
- Advertisement -

সরকার আত্মসমর্পণ করেছে: আসিফ আকবর

- Advertisements -

বেশ কিছুদিন ধরেই রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এর কারণে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাও বেড়েছে। আর এটি বন্ধের জন্য সরব হয়েছেন অনেকেই। নেমেছেন রাজপথে। সরকারের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সেই দলে এবার নাম লিখালেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

আজ রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘টেসলা খ্যাত ব্যাটারিচালিত রিকশায় জনজীবন দুঃসহ, সরকার আত্মসমর্পণ করেছে, এদের প্রতিরোধের সময় চলে এসেছে।’

আসিফ আকবরের এমন মন্তব্যে সহমত দিয়েছেন অনেকেই। আবার দু’একজন জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের আগে চালকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। অবশ্য আসিফও এর উত্তর দিয়েছেন। লিখেছেন, ‘এর আগে তাদের কী কর্ম ছিল?’

এদিকে ব্যাটারিচালিত রিকশায় না চড়তে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭ এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে সিদ্ধান্ত দিয়েছি প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা চলতে পারবে না। ডিএনসিসি থেকে হাই লেভেল কমিটির মাধ্যমে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি অটোরিকশার ডিজাইন করছে। এটি সফলভাবে সম্পন্ন হলে আমরা লাইসেন্স দেব। তখন শুধু সেই লাইসেন্সপ্রাপ্তরাই ঢাকার নির্দিষ্ট রোডে চলতে পারবেন। প্রধান সড়কে কোনোভাবেই অটোরিকশা চলাচল করতে পারবে না। ট্রাফিক বিভাগ এরই মধ্যে ট্র‍্যাপার বসানো শুরু করেছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন