প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি রাজশাহী বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার জন্য সাধ অনুষ্ঠানের (সন্তানসম্ভবা মায়েদের জন্য করা হয় এমন অনুষ্ঠান) আয়োজন করা হয়। সেই ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি’।
গণমাধ্যমকে মাহি জানান, ‘গ্রামের বাড়ি রাজশাহী গিয়েছিলাম। সেখানে আমার মা-বাবার পরিবাররা মিলে এই আয়োজন করেছে। এমন একটি আয়োজন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। ভাষায় বোঝাতে পারবো এতো ভালোবাসা আমি পেয়েছি’।
মাহি আরও জানিয়েছেন, ‘আগামী মাসের প্রথম দিকে চিকিৎসক সময় দিয়েছেন, কিন্তু এর অনেক আগেই এই সাধ অনুষ্ঠান হয়ে গেল। আসলে আমি তো রাজশাহীতে আর যাব না, হয়তো যাওয়া হবে না। তাই আমার আত্মীয় স্বজনরা মিলে এই আয়োজন করেছে’।