বলিউডে নাচের জন্যই বেশি জনপ্রিয় মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি। সম্প্রতি সমুদ্র সৈকতে নেচে আরও একবার নজর কেড়েছেন ‘দিলবার দিলবার’ খ্যাত এ তারকা। এতে হেয়ারস্টাইলিস্ট মার্ক পেদ্রোজোর সঙ্গে নেচেছেন নোরা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে নোরা যখনই ওই ভিডিও শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এরইমধ্যে ভিডিওটিতে লাইক দিয়েছেন ২৮ লাখের বেশি ভক্ত ও অনুসারী।
ইনস্টাগ্রামে ভীষণ জনপ্রিয় নোরা। এখানে তার অনুসারী সংখ্যা ১৭.৪ মিলিয়ন। ‘দিলবার’, ‘কামারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গর্মী’সহ বেশ কিছু হিট গানে নেচেছেন নোরা। তাকে শেষ দেখা গেছে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিতে। মালাইকা আরোরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কিছুদিন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’র মঞ্চে বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন