নাসিম রুমি: দেব ও রুক্মিণীর সম্পর্কের বিষয়টি ‘ওপেন সিক্রেট’। এ নিয়ে আলোচনাও কম হয়নি। সম্প্রতি দু’জন একসঙ্গে বেড়াতে গিয়েছেন। তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল তেমনটাই বলে দিচ্ছে। মালদ্বীপের মতো কোনো একটা জায়গায় গিয়েছেন তারা।
যদিও ছবি আপলোড করার সময় অ্যাড লোকেশনে সেই তথ্য দেননি তারা। তবে তাদের ছবিই বলে দিচ্ছে যে সমুদ্রবিলাস দারুণ উপভোগ করছেন তারা। দেবের একটি ছবিতে সাদা বালি, পেছনে স্বচ্ছ নীল জল এবং একটি নারিকেল গাছের নিচে আপাদমস্তক কালো পোশাকে, সাদা স্নিকার্সে ও কালো সানগ্লাসে ধরা দিয়েছেন প্রযোজক-অভিনেতা-সাংসদ।
পরপর তিনটি ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে তার চিরাচরিত ব্যবহৃত শব্দ এমনি…! সঙ্গে একটা লাল হার্ট ইমোজি। কেবল তাই নয়, পোস্টের সঙ্গে বাংলা গান ‘ভালোবাসা যাক’ যোগ করেছেন। এদিকে রুক্মিণী মৈত্রও তার ইনস্টাগ্রামে সমুদ্রসৈকতের ছাউনি থেকে তোলা একটি ভিডিও পোস্ট করেছেন। সকালে ব্রেকফাস্টের ছবি দিয়েছেন অভিনেত্রী। পরনে তার আরামদায়ক সাদা পোশাক, মাথায় উঁচু করে বেঁধেছেন অগোছালো বান।
দেবের প্রযোজনায় তৈরি ‘খাদান’ ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি দারুণ ব্যবসা করেছে বটে। অন্যদিকে, মুক্তি পেয়েছে রুক্মিণীর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। অভিনেত্রীর সাত বছরের অভিনয় ক্যারিয়ারে পাঁচ বছর তিনি এই ছবিটিকেই দিয়েছেন। এখন দু’জনই একান্তে সময় কাটাচ্ছেন। তারপর আবার কাজে ফিরবেন দেব-রুক্মিণী।