এর মধ্যে ‘বউয়ের বাড়ি’, ‘বউ বোঝে না ২’, ‘শুধু তোমার জন্য’, ‘কিপ্টুস কাপল’ করে বেশি সাড়া পেয়েছি। ইউটিউবেও ভালো ভিউ হচ্ছে, ‘শুধু তোমার জন্য’ নাটকটি ১০ মিলিয়ন ভিউ পার করেছে।
প্রথমবারের মতো ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল। ভালোবাসা দিবসের জন্য রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ‘ভ্লগার মিতু’। নাটকটি প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমাদের অভিষেক কাছাকাছি সময়ে হলেও কোনো এক অজানা কারণে এত দিন একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি।
সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে অভিনেত্রী বলেন, ‘এখন গল্প যাচাই-বাছাই করে কাজ করি, তাই সংখ্যাটা একটু কম। এবারের নাটকগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। এরপর শুরু করব ঈদের কাজ।’