দ্য হলিউড রিপোর্টারকে সেলেনা বলেছেন নেপথ্য ঘটনা। এমিলা পেরেজ মুভির নায়িকা সেলিনা বলেছেন, এটা তার একটা কৌশল। খবরটি জানলে সমালোচকরা মুখ বন্ধ করে রাখবে। গুজব বাড়াবে না।
সেলেনা বলেছেন, ‘আমার মনে হয় ইনিই এমন একজন যার কাছে নিরাপদ মনে হয়। আমি ব্লাঙ্কোর মধ্যেই ভবিষৎ দেখছি।’ এরপর দিয়েছেন খবরটি খোলাসা করার ব্যাখা, ‘যখন কিছু খোলাসা করবেন, তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। ধরুণ, তারা কিছু একটা শুনেছে, তখন কথা বানানো শুরু করবে। কিন্তু যদি আপনি এমন থাকেন যে, ‘আমি এটা করে ফেলেছি।’ তখন তারা বলবে, ‘ওহ্, বেশ ভালো। এটাই তুমি। সুসি পার্কে ঘুরে আসো।’
গত বছরের ডিসেম্বরে চারটি ছবিসহ ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন সেলেনা। সেখানে দেখা যায়, গায়িকার অনামিকা আঙুলে ঝলমল করছে একটি হীরার আংটি। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন সেলেনা। তৃতীয় ছবিতে হাসি ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন গায়িকা। চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। পোস্টের ক্যাপশনে সেলেনা লেখেন, ‘শুরুটা চিরকালের জন্য।’
সেলেনার বাগদত্তা ব্লাঙ্কো একজন খ্যাতিমান সংগীত প্রযোজক ও গায়ক। তিনি এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো। ২০২৩ সালে প্রেমের বিষয়টি প্রথমবার সামনে আনেন সেলেনা।
কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছিলেন সেলেনা। যদিও দীর্ঘ হয়নি বিশ্বজুড়ে আলোচিত এই তারকাজুটির সম্পর্ক। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন।