English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

সভাপতি পদে আমি প্রকাশ্যে কাঞ্চন ভাইকেই সমর্থন করব: বাপ্পারাজ

- Advertisements -

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে আমি প্রকাশ্যেই কাঞ্চন ভাইকেই সমর্থন করব। সমিতির সভাপতি হিসেবে ওনাকেই দরকার।’ বলছিলেন অভিনেতা বাপ্পারাজ।

প্রকাশ্যে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি পদে সমর্থন জানালেও আসন্ন নির্বাচনে মিশা সওদাগর জায়েদ খান প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি।  তবে বাপ্পারাজ সভাপতি হিসেবে নিজ প্যানেলের প্রার্থী মিশা সওদাগরকে চান না। চান প্রতিপক্ষ প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চনকে। তার ভাষ্য, সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চনই যোগ্য। আমি মনেপ্রাণে চাই তিনিই সভাপতি হোক।

মিশা-জায়েদ প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গেও খোলামেলা আলাপ করলেন বাপ্পরাজ । বললেন, আমি তো ইচ্ছে করে নির্বাচন করছি না, আমাকে নির্বাচন করানো হচ্ছে।’

কারা নির্বাচন করাচ্ছেন আপনাকে? এমন প্রশ্নে নায়করাজ রাজ্জাকপূত্র বলেন, যারা আগ্রহী আমাকে নিয়ে নির্বাচন করতে, তারাই করাচ্ছে। আমি তো কারো কাছে ভোট চাই না। আমি কোনো ফরম পূরণ করি না। তারাই আমার ফরম পূরণ করে দেয়, সব কিছু করে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। বরাবরের মতো এবারের নির্বাচরেনও দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।  ইলিয়াস কঞ্চন-নিপুনকে নিয়ে এক প্যানেল আরেক প্যানেল হচ্ছে  মিশা সওদাগর-জায়েদ ।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন