ইউ গট দ্য লুকের এক সময়ের জনপ্রিয় মডেল ও ব্যবসায়ী রহমান জনকে বিয়ে করে সংসারী হয়েছেন আনিকা কবির শখ। মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন বর্তমানে। কেমন আছেন? এমন প্রশ্নে শখ বলেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।’
শখ বলেন, ‘এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা ড. বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।’
মাস কয়েক আগে হঠাৎ করেই শখের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়। শখ বলেন, ‘ওই ঘটনার পর খুবই কষ্ট পেয়েছিলাম। এরপর মাতৃকালীন এই অবসরের কারণে এক হিসেবে ভালোই হয়েছে, ওসব থেকে অনেকটা দূরে থাকতে পেরেছি। কিছুদিন আগে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রিয় মানুষদের সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছি।’
অনেকেই সংসারী হয়ে গেলে মিডিয়ার কাজে ফিরছেন না। এমন প্রসঙ্গে শখ বলেন, ‘এর বাইরে কী করবো? যে কাজটি করে আমি সবার ভালোবাসা পেয়েছি। তাকে ইগনোর করতে পারি না। তবে সবার ভেতরে আমাদের যে পরস্পরের ভীষণ নেগেটিভিটি এটাকে কমানো প্রয়োজন। নিজে থেকেই এসব বিষয়ে খুব ভাবতে থাকি।’
সর্বশেষ ঈদুল আজহার একটি নাটক করে আর নতুন কোনো কাজে হাত দেননি শখ। নিজের ভক্তদের উদ্দেশ্যে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’