নাসিম রুমি: ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে তিন বছর আগের একটি সকালে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিকের শুটিং। এর মধ্যে শুটিং শেষ হয়েছে, এডিটিং টেবলে সিনেমা তৈরি হয়েছে, প্রকাশ হয় ট্রেইলার, মেলে সেন্সর বোর্ডের ছারপত্র এবং মুক্তি।
সব কাজ শেষে একমাসের বেশি সময় ধরে হলে হলে চলছে সিনেমাটি। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বললেন, যারা এক সময়ে বলেছিলেন, তিনি মুজিবের চরিত্রে বেমানান, তারাই এখন প্রশংসা করছেন। গত ১৩ অক্টোবর ঢাকার পরে আজ শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি।
বৃহস্পতিবার কলকাতায় সিনেমার প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন শুভ। সেখানে শুভ বলেন, “প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সোশ্যাল মিডিয়ায় যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। এখন তারাই প্রশংসা করছেন।’’ সামলোচনায় তিনি ‘বিচলিত নন’ জানিয়ে শুভ বলেন, “এই সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি পরিচালক। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না।