English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সবসময় ঝগড়া হতো অভিষেক-কারিশমার

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া নতুন কিছু নয়। প্রতিনিয়ত নতুন সম্পর্ক যেমন তৈরি হচ্ছে, আবার সম্পর্ক ভাঙছে। তবে কিছু প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা চলতেই থাকে বলিউডের আলোচিত সম্পর্কের অন্যতম অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের প্রেম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর এই জুটির বাগদান হয়। তবে শেষ পর্যন্ত তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। কিন্তু কেন তাদের বিয়ে হলো না তার প্রকৃত কারণ এখনো আড়ালেই রয়ে গেছে।

অভিষেক-কারিশমার বাগদান যখন ভেঙে যায়, তখন এ জুটির হাতে ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমার কাজ ছিল। তাদের বিচ্ছেদের প্রভাব ধর্মেশ দর্শন পরিচালিত এই সিনেমায় পড়েছিল। দুই দশক পর এ জুটির নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই নির্মাতা।

লেহরেন রেট্রো-কে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেশ দর্শন বলেন, ‘‘সেই প্রথম এবং শেষবারের জন্য একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক-কারিশমা। তারপর তারা আর একসঙ্গে কাজ করেননি। অভিষেক ভালো মানুষ আর রাজা হিন্দুস্তানির সময় আমি যে লোলোকে(কারিশমা) দেখেছিলাম, ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমার শুটিংয়ে সেই মেয়েকে আমি পাইনি।’’

কারিশমা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তা উল্লেখ করে ধর্মেশ বলেন, ‘‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’’ সিনেমার শুটিংয়ের সময়ে কারিশমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নিজের বিয়ের বিষয় নিয়ে; যার প্রভাব সিনেমাটিতেও পড়েছিল।

আমি তো কোনো মনোরোগ বিশেষজ্ঞ নই, যে ওদের সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করতে পারব। আমি উভয়ের কথাই শুনেছিলাম, নিজের জায়গায় সৎ থেকেছি। আর ওদের লক্ষ্য করেছি।’’

সেই সময়ে কারিশমা-অভিষেকের সম্পর্ক কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে ধর্মেশ বলেন, ‘তারা আসলে একে অপরের জন্য তৈরি ছিলেন না। ওদের সবসময় ঝগড়া হতো। হয়তো এভাবেই কিছু মানুষ তৈরি হয়। আমি ভাবতাম ওরা কি সত্যিই একে অপরের জন্য? অভিষেক একজন মিষ্টি সহকর্মী আর লোলো (কারিশা) একজন খুব সুন্দর ব্যক্তি। তবে কখনো কখনো সবকিছু সবার ভাগ্যে থাকে না।’

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। তবে তার এই সম্পর্কও টেকেনি। ২০১৪ সালে সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এই দম্পতির দুই সন্তান সামাইরা এবং কিয়ান তাদের মা কারিশমা কাপুরের সঙ্গেই থাকছেন।

অন্যদিকে ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। বলিউডের আলোচিত বিয়ের মধ্যে একটি এ জুটির বিয়ে। এ দম্পতির আরাধ্য নামে একটি কন্যা সন্তান রয়েছে।
বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া নতুন কিছু নয়। প্রতিনিয়ত নতুন সম্পর্ক যেমন তৈরি হচ্ছে, আবার সম্পর্ক ভাঙছে। তবে কিছু প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা চলতেই থাকে।

বলিউডের আলোচিত সম্পর্কের অন্যতম অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের প্রেম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর এই জুটির বাগদান হয়। তবে শেষ পর্যন্ত তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। কিন্তু কেন তাদের বিয়ে হলো না তার প্রকৃত কারণ এখনো আড়ালেই রয়ে গেছে।

অভিষেক-কারিশমার বাগদান যখন ভেঙে যায়, তখন এ জুটির হাতে ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমার কাজ ছিল। তাদের বিচ্ছেদের প্রভাব ধর্মেশ দর্শন পরিচালিত এই সিনেমায় পড়েছিল। দুই দশক পর এ জুটির নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই নির্মাতা।

সন্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেশ দর্শন বলেন, ‘‘সেই প্রথম এবং শেষবারের জন্য একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক-কারিশমা। তারপর তারা আর একসঙ্গে কাজ করেননি। অভিষেক ভালো মানুষ আর রাজা হিন্দুস্তানির সময় আমি যে লোলোকে(কারিশমা) দেখেছিলাম, ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমার শুটিংয়ে সেই মেয়েকে আমি পাইনি।’’

কারিশমা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তা উল্লেখ করে ধর্মেশ বলেন, ‘‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’’ সিনেমার শুটিংয়ের সময়ে কারিশমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নিজের বিয়ের বিষয় নিয়ে; যার প্রভাব সিনেমাটিতেও পড়েছিল। আমি তো কোনো মনোরোগ বিশেষজ্ঞ নই, যে ওদের সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করতে পারব। আমি উভয়ের কথাই শুনেছিলাম, নিজের জায়গায় সৎ থেকেছি। আর ওদের লক্ষ্য করেছি।’’

সেই সময়ে কারিশমা-অভিষেকের সম্পর্ক কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে ধর্মেশ বলেন, ‘তারা আসলে একে অপরের জন্য তৈরি ছিলেন না। ওদের সবসময় ঝগড়া হতো। হয়তো এভাবেই কিছু মানুষ তৈরি হয়। আমি ভাবতাম ওরা কি সত্যিই একে অপরের জন্য? অভিষেক একজন মিষ্টি সহকর্মী আর লোলো (কারিশা) একজন খুব সুন্দর ব্যক্তি। তবে কখনো কখনো সবকিছু সবার ভাগ্যে থাকে না।’

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। তবে তার এই সম্পর্কও টেকেনি। ২০১৪ সালে সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এই দম্পতির দুই সন্তান সামাইরা এবং কিয়ান তাদের মা কারিশমা কাপুরের সঙ্গেই থাকছেন।

অন্যদিকে ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। বলিউডের আলোচিত বিয়ের মধ্যে একটি এ জুটির বিয়ে। এ দম্পতির আরাধ্য নামে একটি কন্যা সন্তান রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন