English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

সন্তান নিতে যে কারণে ভয় তামান্নার

- Advertisements -

নাসিম রুমি: তামান্না ভাটিয়ার এখন সুসময়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী-২’ তার ক্যারিয়ারের মাইলফলক হতে হচ্ছে। আলোচনার ঝড় তুলেছে ছবিটি। সিনেমায় তামান্না কেবলই এক আইটেম গার্ল। ‘আজ কি রাত’ গানটির সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন তিনি। অনেকে বলছেন, কৌশিকের ‘স্ত্রী-২’ সিনেমার এই গানই অমর করে রাখবে তামান্নাকে। এখন সেই সাফল্য উদযাপন করছেন তামান্না।

সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে তামান্না কথা বলেন এক গণমাধ্যমকর্মীর সঙ্গে। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্না বলেন, ‘আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু তাকে বড় করা, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।’এদিকে ‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ গানের সাফল্যে কিছুটা চাপ অনুভব করছেন তামান্না। এ সম্পর্কে তিনি বলেন, ‘জেলার’ সিনেমার ‘কাভালা’, ‘আরানমানাই-৪’ সিনেমার ‘আচাচো’ গানের সাফল্যের পর ‘স্ত্রী-২’ সিনেমার এ গানটি করেছেন তিনি। ভীষণ চিন্তায় ছিলেন, ‘স্ত্রী-২’ সিনেমার গানটি ভক্তদের মন জয় করতে পারবে তো?

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন