English

17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

সন্তানদের ফোন-ইন্টারনেট থেকে দূরে রাখেন অস্কারজয়ী এই অভিনেত্রী

- Advertisements -

দুই বছর আগে ‘প্যারালাল মাদারস’ ছবিতে মায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন পেনেলোপি ক্রুজ। পর্দায় তাঁর মাতৃসত্তা যতটা না বিকশিত হয়েছে বাস্তবে এই স্প্যানিশ অভিনেত্রী আরো বেশি রক্ষণশীল মা। দুই বছর আগেই অস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি নিজের দুই সন্তানকে দূরে রাখেন, এমনকি ফোনও দেন না তাদের হাতে। গত সপ্তাহে আমেরিকান ম্যাগাজিন এলিকে আবারও বললেন সেই কথা।

তাঁর দুই সন্তান এখন আরো বড় হয়েছে। ২০১০ সালে ‘নো কান্ট্রি ফর ওল্ডম্যান’ অভিনেতা হাভিয়ের বারডেমের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ‘ভলবার’ অভিনেত্রী। তাঁদের এক ছেলে, এক মেয়ে। ছেলে লিও এনসিনাস ক্রুজের বয়স ১২ বছর, মেয়ে লুনা এনসিনাস ক্রুজের বয়স ১০ বছর।

এলিকে ৪৯ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘এখনকার টিনএজারদের জন্য আমার আফসোস হয়। ১০-১২ বছর বয়সেই যদি তাদের সামনে আমরা নানা ধরনের প্রযুক্তি উন্মুক্ত করে দিই, নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাই সেটা খুব বাজে ব্যাপার হবে।’

সন্তানদের প্রযুক্তি থেকে দূরে রাখার ব্যক্তিগত নীতির কথাও বলেন তিনি, ‘ওদের হাতে আমরা ফোন তুলে দিইনি। বিশেষ করে যাদের মস্তিষ্ক এখনো বিকশিত হচ্ছে, তাদের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে উঠতে পারে অন্তর্জাল।এর দায় কে নেবে? আমাদের প্রজন্ম তো এই দায় নেবে না। হয়তো ২৫ বছর বয়সে গিয়ে ওরা সব ভালোমতো বুঝতে শিখবে। তার আগে টিনএজারদের ওপর নিষ্ঠুর পরীক্ষা-নিরীক্ষা চালানোর কোনো মানে হয় না।’

স্বামী-স্ত্রী দুজনই তারকা মুখ, রাস্তায় বের হলেই লোকে তাঁদের চেনে। এ কারণেও সন্তানদের গোপনীয়তার ব্যাপারে আরো সিরিয়াস অভিনেত্রী।
বলেন, ‘সিদ্ধান্তটি তারাই নেবে। বড় হয়ে তারা কী করবে, পেশার প্রয়োজনে জনসমক্ষে নিজেদের তারা মেলে ধরবে কি ধরবে না। সময় হলেই তারা সেই সিদ্ধান্ত নিজেরাই নেবে।’ 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সন্তানদের দূরে রাখার নির্দিষ্ট কারণ বলেছিলেন পেনেলোপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের সুরক্ষার জন্য আলাদা কিছু নেই। ভার্চুয়াল দুনিয়ায় তারা বিদ্রুপ থেকে শুরু করে অনেক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে। দুই বছর আগে বলেছিলেন, ‘আমার সন্তানদের প্রযুক্তি ব্যবহার না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া আছে। সিনেমা বা কার্টুন দেখতে পারে, কিন্তু ১৬ বছরের আগে কিছুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট নয়। ফোন হয়তো আরো পরে পাবে। সন্তানদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এসব সিদ্ধান্ত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন