English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

সনাতন ধর্মাবলম্বীদের পূজার উপহার দিল চলচ্চিত্র শিল্পী সমিতি

- Advertisements -

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করা শিল্পীদের খাদ্য সামগ্রী ও নতুন কাপড় উপহার দিয়েছে শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ৩১ জন হিন্দু ধর্মাবলম্বী শিল্পীর হাতে এসব তুলে দেওয়া হয়। এছাড়া অস্বচ্ছল শিল্পীদের হাতে আর্থিকভাবেও সহায়তা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, এমন একটা সময় অতিক্রান্ত হচ্ছে যা সহনীয় পর্যায়ের নয়। মানুষ তাদের প্রিয় উৎসবটিকেও আনন্দের সাথে পালন করবে সে পরিবেশ নেই, সে ক্ষমতা নেই। হয়তো মহামারী শেষ হলে সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে, মানুষ তার চিরাচরিত ফিরে যাবে, কিন্তু এই যে কঠিন সময়টা এই সময়ে মানুষের পাশে মানুষের দাঁড়ানো দরকার। আমি চেষ্টা করছি আমার শিল্পীদের খোঁজ খবর রাখার। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।’
তিনি আরও বলেন, শাড়ি, ধুতি, খাদ্যদ্রব্য, পূজায় যেসব খাদ্র দ্রব্য বানাতে যেসব উপকরণ প্রয়োজন সেসব। এছাড়াও যারা অস্বচ্ছল তাদের আর্থিক সহায়তা দিয়েছি। আমাদের একটাই চাওয়া শিল্পীরা ভালো থাকুক, ভালোভাবে জীবন যাপন করুক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন