English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩ মালয়ালাম অভিনেতা

- Advertisements -

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মালয়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তিন তারকাসহ পাঁচজন। অর্জুন অশোকান, সংগীত প্রথাপ এবং ম্যাথিউ থমাসসহ পাঁচজন তাদের আসন্ন চলচ্চিত্র ব্রোম্যান্সয়ের শ্যুটিং চলাকালীন কোচিতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তাদের গাড়ি দুটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেখানেই আহত হন তারা।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, কোচিতে ‘ব্রোমান্স’ সিনেমার শ্যুটিং চলাকালীন মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন দক্ষিণী তারকারা।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনার দিনে কোচির এমজি রো রাত ১.৩০ নাগাদ চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন তারা। সেখানে মারধরের একটি দৃশ্য চলছিল। আর দুটি গাড়ি একে অপরকে ধাওয়া করার দৃশ্যের শ্যুটিং চলছিল।

দুটি বাইকও ছিল শ্যুটিংয়ের। তখনই গাড়ি দুটির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ির ভেতরে থাকা শিল্পীরা মারাত্মক আহত হয়েছেন। বাইকের শিল্পীরাও আহত হয়েছেন।

তবে দুর্ঘটনার বিষয়ে নির্মাতারা এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। সিনেমার শ্যুটিং আপাতত বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

‘জো অ্যান্ড জো’ এবং ‘১৮ প্লাস’ নির্মাতা অরুণ জোস পরিচালনা করছেন আসন্ন চলচ্চিত্রটি। এটি কমেডি ঘরানার চলচ্চিত্র। এতে  অর্জুন অশোকান, সঙ্গীত প্রথাপ এবং ম্যাথিউ থমাস ছাড়া আরো রয়েছেন মহিমা নাম্বায়ার, বিনু পাপ্পুসহ একাধিক তারকা।

সিনেমাটির সুর ও সংগীত করছেন গোবিন্দ ভাসান্থা।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন