নাসিম রুমি: ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা সাহেব ভট্টাচার্য। শনিবার (২৪ আগস্ট) রাতে কলকাতার জেমস লং সরণীতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাতে ‘কথা’ ধারাবাহিকের শুটিং শেষে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। নিজের গাড়ি সঙ্গে না থাকায় তার সহকারী অ্যাপ ক্যাব বুক করেন। জেমস লং সরণীতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় সাহেব অল্প আহত হয়েছেন। কিন্তু গুরুতর জখম হয়েছেন অভিনেতার সহকারী। তার হাতে কাচের আঘাতে গভীর ক্ষত হয়েছে।
এ বিষয়ে সাহেব ভট্টাচার্য বলেন, ‘আমাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা ছেড়ে দেন। তবে আমার সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ও আজ বাড়ি ফিরেছে।’
আকস্মিক এই দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারছেন না সাহেব। এ অভিনেতা বলেন, ‘চমকে যাই! তারপর প্রায় আরো কিছুটা পথ গাড়িটা ওই অবস্থায় এগিয়ে যেতে থাকে। গাড়ির দরজা ভেঙে আমাকে বের করা হয়েছে।’
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছায়। সাহেব ভট্টাচার্য বলেন, ‘সম্ভবত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।’ এ অভিনেতার অনুমান, সম্ভবত চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশকে কোনো অভিযোগ করেননি এই অভিনেতা।
পথচারীদের প্রশংসা করে সাহেব ভট্টাচার্য বলেন, ‘আমার দুটো ফোন, শুটিংয়ের ব্যাগ, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারাই সব খুঁজে দিয়েছেন। কলকাতা শহরে এখনো মানুষ বিপদে অন্যের পাশে দাঁড়াচ্ছেন তা দেখে আমি গর্বিত।’