একদিকে অভিনেত্রী, অন্যদিকে সংসদ সদস্য; এছাড়া ব্যক্তিগত জীবন তো রয়েছেই। সবমিলে নিজেকে সামলে নেওয়া একটু কঠিনই হয় টলিউড তারকা মিমি চক্রবর্তীর জন্য। তবে এই কঠিনকেই ভালোবেসে আসছেন প্রায় চার বছর ধরে।
প্রাপ্তির খাতায় যেমন প্রশংসাবাক্য লিপিবদ্ধ হয়েছে, তেমনি লাল দাগে চিহ্নিত হয়েছে বিতর্ক-সমালোচনাও। তবে ‘পাছে লোকে কী বলে’ এই ভাবনায় মোটেও ডুব দেননি তিনি। তাই নিজের নিয়মেই চলছেন পথ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) মিমির জন্মদিন। জীবনের ৩৪ বসন্তে পা দিলেন তিনি। করোনার কারণে গত বছরের জন্মদিন সেভাবে উদযাপন করতে পারেননি। এবার মুক্ত বিহঙ্গের মতো ছুটে গেলেন প্রেমের শহর প্যারিসে। আইফেল টাওয়ারের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েই জন্মদিনটা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সহকর্মী থেকে ভক্ত, সকলেই তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
কিন্তু নিন্দাও যে কম জুটলো না! জনপ্রতিনিধি বলে কথা! গত ৩১ জানুয়ারি ভারতের সংসদে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। সেখানে হাজির না থেকে মিমি প্যারিসে ঘুরে বেড়াচ্ছেন। এটা মানতে পারছেন না অনেকে। কেউ বলেছেন, ‘পার্লামেন্ট ছেড়ে বিশ্বভ্রমণ, আর ইনি নাকি যাদবপুরের প্রতিনিধি! ছিঃ!’ আরেকজনের মন্তব্য, ‘পার্লামেন্ট অধিবেশন চলাকালীন আপনি ছুটিতে? আশ্চর্য!’
জানা গেছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিন বাবা-মাকে সঙ্গে নিয়ে সংসদে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তবে জনপ্রতিনিধি হিসেবে অধিবেশনের পরবর্তী দিনগুলোতেও তার হাজির থাকা উচিত ছিলো বলে মনে করছেন অনুসারীরা।
মিমিকে সর্বশেষ দেখা গেছে গেলো ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘খেলা যখন’ সিনেমায়। অরিন্দম শীলের নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।
উল্লেখ্য, ২০১৯ সালে থেকে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে জয়লাভ করেন মিমি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এখনও তিনি এই দায়িত্ব পালন করছেন।