সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের হেনস্থা করা নতুন কোনো বিষয় নয়। শ্রুতি প্রায়ই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন। লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও রাখেন তিনি। আর সেখানেই এক ভক্ত তার কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি কি ভার্জিন?’ এর জবাবে শ্রুতি লেখেন, ‘বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।’
প্রসঙ্গত, শ্রুতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি ‘virgin’-এর পরিবর্তে লিখেছিলেন ‘verjain’।
তবে বেশ কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। একজন জিজ্ঞেস করেন, প্রেমিক শান্তনু হাজারিকার কোন গুণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এর জবাবে অভিনেত্রী লেখেন, ‘তার শিল্প।’
শ্রুতিকে তার প্রথম ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে আসে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির নাম।
কয়েক বছর আগে নাক ও ঠোঁটে প্লাস্টিক সার্জারি করান শ্রুতি। সে সময় থেকে এ অভিনেত্রীকে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে। এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছি, এ কথা স্বীকার করতে লজ্জা পাই না। সার্জারি করিয়ে আমি খুশি। আমি দেহ ও মনের গতিবিধির স্বাচ্ছন্দ্য পছন্দ করি।’
শ্রুতির মতে, ‘কারও যদি ইচ্ছা করে নিজেকে বেশি ভালোবাসবেন অথবা যেমন আছেন তেমনই থাকবেন- এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ইচ্ছা। আমার জীবন, আমার মুখ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি- এতে কার কী বলার থাকতে পারে।’
কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন,‘ভালোবাসা ছড়িয়ে দিন, কুৎসা নয়। আমি প্রতিদিন নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ, আমার জীবনের সবচেয়ে বড় প্রেমের গল্পটি নিজের সঙ্গেই। আশা করি, আপনাদেরও তা-ই হবে।’
অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান।