English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

শেষ হলো ‘ঋতুকামিনী’র শুটিং

- Advertisements -

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদূর নূর সজল। তবে ছোট পর্দা ও ওটিটির পাশাপাশি বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ততা চলছে তার। অন্যদিকে চলতি প্রজন্মের গ্ল্যামারার্স চিত্রনায়িকা অধরা খান। নতুন কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। সজল ও অধরা একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘ঋতুকামিনী’- নামক একটি ছবিতে। পরিচালনায় রয়েছেন জামাল হোসেন।

গাজীপুরে টানা কাজের মাধ্যমে এ ছবিটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিংয়ের কাজ। সামনেই ডাবিংয়ে অংশ নেবেন সজল ও অধরা। এ বিষয়ে সজল বলেন, এর আগেও জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কাজ করেছি।

এবারের ছবির গল্প ও তাতে আমার চরিত্রটি বেশ ভালো লেগে যাওয়ায় কাজটি করছি। খুব ভালোভাবে এর শুটিং হয়েছে। এখানে জামাল চরিত্রে আমাকে দেখা যাবে। সম্পূর্ণ গ্রামীণ পটভূমির একটি ছবি। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে ভালো লাগবে সবার। ছবি প্রসঙ্গে অধরা খান বলেন, টানা শুটিং হয়েছে ছবিটির। প্রথমদিকে তো অনেক অসুস্থতা নিয়ে শুটিং করেছি। কারণ শিডিউল দেয়া ছিল। তবে খুব ভালোভাবে ছবির শুটিং শেষ করতে পেরেছে এটাই বড় বিষয়। এরকম গল্প ও চরিত্রে আমি কখনো কাজ করিনি আগে। তাই চ্যালেঞ্জ ছিল। দর্শক নতুন রূপে পাবেন আমাকে এখানে। ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, নাদের চৌধুরী, রীনা খান প্রমুখ।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন