English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

শূন্য ডিগ্রি তাপমাত্রায় দিনে ২০ ঘণ্টা শুটিং করেছি: জ্যাকলিন

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে এ অভিনেত্রীর নাম ওঠার তার সবকিছু এলোমেলো হয়ে যায়। ফলে, অনেক কাজও হারিয়েছেন। গত বছর হলিউডের একটি সিনেমায় দেখা গেলেও বলিউডের কোনো সিনেমায় অভিনয় করেননি।

গত বছরের ৮ মার্চ মুক্তি পায় শ্রেয়া ঘোষাল ও ফ্রান্সের সংগীতশিল্পী টাইকের গাওয়া ‘ইয়ামি ইয়ামি’ গান। এ গানের ভিডিওতে পারফর্ম করেন জ্যাকলিন। গানটিতে এই অভিনেত্রীর পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের। গানটি মুক্তির পর কেটে গেছে ১০ মাস। এখন পর্যন্ত এর ভিউ দাঁড়িয়েছে ২২২ কোটি বারের বেশি।

‘ইয়ামি ইয়ামি’ গান নিয়ে কথা বলেছেন জ্যাকলিন। এ অভিনেত্রী বলেন, “আমি বাছাই করেই গানগুলো হাতে নিই। ‘ইয়ামি ইয়ামি’ গানে যখন আমাকে উপস্থাপন করা হয়, তখন আমি জানতাম গানটির সঙ্গে সঠিক বিচারই করতে পারব। শ্রেয়া ঘোষাল গানের কথার সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। টাইক একজন অসাধারণ শিল্পী। সত্যিই তিনি প্রাণবন্তভাবে গানটির সংগীত তৈরি করেছেন। কোরিওগ্রাফি করেছিলেন শাজিয়া পীযূষ। এটি এমন কিছু ছিল না, যা করতে সত্যিই অভ্যস্ত ছিলাম। কিন্তু আমি নিজের পুরোটা দিয়েছিলাম এবং সত্যি এটি দারুণ হয়েছিল।”

শূন্য ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জ্যাকলিন বলেন, “আমরা জিরো ডিগ্রি তাপমাত্রায় দিনে ২০ ঘণ্টা শুটিং করেছিলাম। যদিও এটি অনেক কষ্টের ছিল। কিন্তু আমরা সবাই জানতাম, এই প্রচেষ্টার যোগ্য ফল পাব।”

জ্যাকলিন ও তার টিম সত্যি পরিশ্রমের ভালো ফল পেয়েছেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা বিশ্বের দর্শকদের মন জয় করেছে। তাই গানটি নিয়ে গর্বিত জ্যাকলিন। এ অভিনেত্রী বলেন, “এখন পর্যন্ত আমার প্রিয় গানগুলোর মধ্যে এটি একটি।”

জ্যাকলিন অভিনীত মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘ফাতেহ’। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করছেন অভিনেতা সোনু সুদ। নির্মাণের পাশাপাশি জ্যাকলিনের বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। গত ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বর্তমানে জ্যাকলিনের হাতে সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’, ‘হাউজফুল ফাইভ’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন