খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সরকারি অনুদানের নির্মিতব্য এই সিনেমার নাম ‘ফিরে দেখা’। আগামী মঙ্গলবার থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে এর শুটিং শুরু হচ্ছে। আর গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে ‘ফিরে দেখা’র ক্যামেরা চালু করবেন সাবেক এই চিত্রনায়িকা।
রোজিনা বলেন, ‘আগামী ২ মার্চ থেকে নিজ গ্রামে ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ ছবির অভিনয়শিল্পীরা রাজবাড়ী এসে পৌঁছাবেন। পরদিন আমরা শুটিংয়ে যাবো। শুরুটা হবে গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে।’
রোজিনা আরও বলেন, ‘প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন নিরব ও স্পর্শিয়া। প্রথম গানের শুটিং শেষ হলে আমরা দ্বিতীয় গানের শুটিং করার পরিকল্পনা করেছি। দ্বিতীয় গানের শুটিংয়ে আমি ও ইলিয়াস কাঞ্চন ভাই অংশ নেবো। টানা শুটিং করে ছবির কাজটি শেষ করতে চাই।’
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘ফিরে দেখা’ সিনেমার গল্প গ্রামের একটি পরিবার ও অভিনেত্রী রোজিনার ব্যক্তিগত স্মৃতিময় ঘটনা নিয়ে গড়ে উঠেছে। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। আর রোজিনার ভাইয়ের চরিত্রে থাকছেন নিরব। তার বিপরীতে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। এতে আরও অভিনয় করবেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে।