English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

শুভ্রদেবের পদক ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন প্রিন্স মাহমুদ

- Advertisements -

নাসিম রুমি: চলতি বছর সংগীতে একুশে পদক পেয়েছেন এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব। তবে সংগীতে আলাউদ্দিন আলীকে এখনও পর্যন্ত পদক না দিয়ে শুভ্র দেবরা পাওয়ায় আপত্তি তুলেছেন দেশের জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ।

তিনি নিজের ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আলাউদ্দিন আলী এবারও একুশে পদক পেলেন না। এন্ড্রু কিশোর বেঁচে থাকলে আলাউদ্দিন আলীকে পদক না দিয়ে তাকে দেওয়া হচ্ছে জানতে পারলে লজ্জা পেতেন…’

বুধবার সন্ধ্যায় এ সম্পর্কে সংবাদমাধ্যমকে প্রিন্স মাহমুদ বলেন, ‘আমি শুভ্রদেবের কথা প্রতীকি অর্থে বলেছি। আসলে সবার আগে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক আলাউদ্দিন আলীকে দেওয়া উচিত।’

শুধু তাই নয়, শুভ্রদেবের আগে আরও অনেকের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্য জানিয়ে তিনি বলেন, ‘দেশের সংগীতে শুভ্র দেবের অবদান আছে কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখন্দ, নকিব খান, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদ, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গির।

প্রিয় শুভ্র দেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক…’

শুভ্রদেব একটি উদাহরণ মাত্র। এমনটাই জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘শুভ্র দা আমার কাছের মানুষ আমার ওপর রাগ করবেন কিন্তু সত্য বলছি এই সত্য যদি স্বীকার করেন তাহলে শিল্পী হিসেবে তার জায়গা অনেক ওপরে থাকবে। এখানে শুভ্র দেব নামটি উপলক্ষ মাত্র।

যিনি পদক পাচ্ছেন তিনি যদি উপলব্ধি করেন তার চেয়ে যোগ্যতর মানুষটি পদকের ক্ষেত্রে বঞ্চিত তিনি তার কথা বলে যাবেন। সব ক্ষেত্রেই তা হওয়া উচিত।

এই চর্চা আমাদের থাকলে আরও বহু গুণী মানুষ (চিত্রশিল্পী, সংগীতশিল্পী, সাহিত্যিক, অভিনেতা, নৃত্যশিল্পী ইত্যাদি) খুঁজে পেতাম আমরা। যাই হোক, সত্যকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি আজ থেকেই, এখনই শুরু হোক।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন