নাসিম রুমি: কসমেডিকা লেজার ক্লিনিকের শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সোমবার প্রতিষ্ঠানটির নাভানা টাওয়ারে অবস্থিত, গুলশান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ বছরের জন্য শুভেচ্ছাদূত করা হয় নিঝুম রুবিনাকে। তিনি এই প্রতিষ্ঠানের ফটোশুট, টিভিসি, ওভিসি সহ বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন।
এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ভীষণ ভালো লাগছে আমার প্রতি আস্থা রেখে কসমেডিকা তাদের শুভেচ্ছাদূত করেছেন ৩ বছরের জন্য। এই সময়টা তাদের বিভিন্ন প্রচারণায় অংশ নেবো। আশা করছি, ভালো কিছু হবে।
সম্প্রতি এই অভিনেত্রী ‘আনাহিতা সুইট হোম’ নামে রাজধানীর আফতাব নগরে একটি শুটিং বাড়ি দিয়েছেন। রয়েছে তার পার্লারে ব্যবসা। আর ব্যস্ত আছেন আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে।
বর্তমানে নিঝুম রুবিনা ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’। নির্মাণাধীন ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’-এও দেখা যাবে তাকে। সর্বশেষ ‘লিপিস্টিক’ ছবিতে অভিনয় করছেন।