আর অপরটি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হয়ে প্রথম কাজ ‘আমার বস’। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে আসে। ছবির টিজারে এক ঝলকে যা দেখা গেল, তা নিয়ে অবশ্যই কৌতুহল তৈরি হবে দর্শকদের মধ্যে।
এছাড়া সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।
নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কিনা সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই অভিনেত্রী বলেন, না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব, তখন বকা খাব কিনা জানি না, তবে এবার খাইনি। যদিও বকা খেতে আপত্তি নেই জানিয়ে শ্রাবন্তী বলেন, বকা খাওয়াটাও কিন্তু উচিত। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কোথায়। তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি।
সেই কিশোরী বয়স থেকেই টালিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস। এ রকম টক্সিক বস পেয়েছেন কখনো—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। তিনি বলেন, আসলে আমি টক্সিসিটি নিতে পারি না, সে কারণেই ছেড়ে বেরিয়ে আসি।
তবে সেই পরিচালকের নাম না জানিয়ে শ্রাবন্তী বলেন, তার নাম বলছি না, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছিল।