নাসিম রুমি: হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি নাটকে। তবে নাটকের কাজ বর্তমানে কম করছেন। ব্যস্ত রয়েছেন ওটিটি ও সিনেমা নিয়ে। এরইমধ্যে দু’টি সিনেমায় কাজ করেছেন তিনি। এরমধ্যে কলকাতায়ও তার অভিষেক হয়েছে বড় পর্দায়। অন্যদিকে ওটিটিতে নিয়মিত দেখা যাচ্ছে ফারিণকে। এ অভিনেত্রী জানালেন, বর্তমানে ওটিটির একটি ওয়েব ফিল্ম নিয়েই চলছে তার ব্যস্ততা। এর নাম ‘হাউ সুইট’।
পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। এতে জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে অভিনয় করছেন ফারিণ। একদিন আগেই এ ফিল্মের শুটিংয়ে বরিশাল গিয়েছেন ফারিণ। সেখানেই এর শুটিং চলবে টানা। এ অভিনেত্রী বলেন, ক’দিন আগেই ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের ঘোষণা এসেছে, সেটা আপনারা জানেন। এটি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ হচ্ছে। বরিশালে টানা শুটিং চলবে।
আমার বিশ্বাস ভ্যালেন্টাইনে ভালোবাসার একটি দারুণ ফিল্ম পাচ্ছেন দর্শক। এদিকে বড় পর্দায় কাজ নিয়ে ফারিণ বলেন, এরইমধ্যে বড় পর্দায় কাজ করেছি। দু’টি সিনেমা মুক্তি পেয়েছে আমার। এখন ওটিটির কাজ করছি। নাটকও করছি মনের মতো হলে। আরও একটি নতুন সিনেমার ব্যাপারে কথা হচ্ছে। যেটা নতুন বছরে শুরু হওয়ার কথা রয়েছে। আশা করছি দ্রুতই সে বিষয়ে আপনাদের জানাতে পারবো।