English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শুটিংয়ে কলকাতায় আসছেন কাজল, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

- Advertisements -

নাসিম রুমি: কলকাতায় বহুবার এসেছেন তিনি। তবে মূলত ছবির প্রচারে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও অবশ্য দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, এবার ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন কাজল।

পরিচালক সমু মুখোপাধ্য়ায় ও তনুজার মেয়ে কাজ। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তাঁর অদ্ভুত নাড়ির টান। সূত্র বলছে, নতুন বছরে কলকাতায় পা রাখবেন তিনি।

শহরে থাকবেন বেশ কিছু দিন। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, টলিউডের এক পরিচালকের ছবিতেই নাকি দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই। শুধুমাত্র জানা গিয়েছে, ছবির নাম ‘মা’।

শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ। ডিসেম্বরে কলকাতায় রেইকি করতে আসবে অজয় দেবগণের টিম। আর কাজল আসবেন জানুয়ারিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন