English

24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ, ফ্ল্যাটে মিলল অভিনেতার মরদেহ

- Advertisements -

ফের বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ।আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, সিরিয়ালের শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পরে ১৯ জানুয়ারি উমেরগাঁও আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, রবিবার নিজের শো ‘শিব শক্তি তপা ত্যাগ তাণ্ডব’-এর শুটিং করছিলেন তিনি। অসুস্থ বোধ করায় তিনি সেট ছেড়ে শুটিং কমপ্লেক্সের মধ্যেই নিজের ফ্ল্যাটে ফিরে যান। পরে তিনি সেটে না ফেরায় এই শোয়ে তার সহ-অভিনেতা ও কলাকুশলীরা বিরক্ত হতে শুরু করেন।

পরে সিরিয়ালের কলাকুশলীরা উমেরগাঁওয়ে অভিনেতার ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন। তবে কড়া নাড়লেও কেউ ফ্ল্যাটের দরজা খোলেননি। এমন পরিস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তারা। তৎক্ষণাৎ অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। গতকাল সোমবার বোরিভালি পশ্চিম মুম্বাইয়ে প্রগতি হাই স্কুলের কাছে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে যোগেশ মহাজনের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী। অভিনেতার ৭ বছরের এক ছেলেও রয়েছে।

যোগেশ মহাজনের সহ-অভিনেতা আকাঙ্ক্ষা রাওয়াত ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘উনি খুবই প্রাণবন্ত মানুষ ছিলেন। তার সেন্স অফ হিউমারও ছিল দুর্দান্ত। এক বছরেরও বেশি সময় হয়ে গেল আমরা একসঙ্গে শুটিং করেছি। তবে আচমকা এই খবরে আমরা সবাই হতবাক।’

উল্লেখ্য, ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ ছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেব কে দেব মহাদে’’-এর মতো টিভি শোতেও দেখা গেছে যোগেশকে। পাশাপাশি ‘মুম্বাইচে শাহানে’ এবং ‘সংসারচি মায়া’র মতো মারাঠি ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

বাড়ি ফিরেই মেজাজ গরম কারিনার

৩১ বছর পর

সৌদি আরবে সম্মানিত হৃতিক