English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

শীতার্তদের পাশে দাঁড়ালেন হাকিম দম্পতি

- Advertisements -

করোনা জয় করে ক’দিন আগেই বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। শরীরে এখনও দুর্বলতার ছাপ স্পষ্ট। তবে এর মধ্যেই শীতার্তদের পাশে দাঁড়ালেন আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচরে পাঁচশ’ কম্বল ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এই তারকা দম্পতি।
আজিজুল হাকিম বলেন, ‘লকডাউনের কারণে অনেক লোক কাজ হারিয়েছে। নিম্ন বিত্তের মানুষের অভাব অনটন বেড়ে গেছে। সব ক্ষেত্রেই নেমে এসেছে স্থবিরতা। আমাদের ইচ্ছে ছিল রোজার ঈদে আমার দাদাবাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচর গ্রামবাসীদের জন্য কিছু খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করবো। কিন্তু তখন বন্যা দেখা দিলে, আর যাওয়া হয়নি। বন্যার কারণে সেখানকার মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে করোনার প্রকোপ এবং শীতের তীব্রতা বেড়েছে। তাই আমরা সিদ্ধান্ত নেই, যেহেতু শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের নির্দেশনায় বাসাতেই আছি। তাই আত্মীয়স্বজন ও স্থানীয় প্রাশাসনের গণ্যমান্য ব্যাক্তি ও সাংবাদিক ভাইয়েরা আমাদের সামান্য সহযোগিতা গ্রামের পাঁচশত পরিবারের কাছে পৌঁছে দেবে (পাঁচশত কম্বল এবং পাঁচশত প্যাকেট খাদ্যসামগ্রী)। করোনা ও বন্যায় চর অঞ্চলের মানুষ  ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই চরের লোকেরা সুবিধা বঞ্চিত। আমাদের সামান্য সহযোগিতা তাদের হয়তো কিছুটা উপকারে আসবে।’
তিনি আরও জানান, পাঁচশত প্যাকেটে ১০ কেজি চাল, ডাল, তেল, সাবান, লবণ, সেমাই, দুধ, চিনি, মুখের মাস্ক ইত্যাদি রয়েছে।
এদিকে, গত ২৫ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেন আজিজুল হাকিম। এর আগে, তাকে হাসপাতালের লাইফসাপোর্টেও রাখতে হয়েছিল। আজিজুল হাকিমের পাশাপাশি জিনাত হাকিম ও পুত্র মুহাইমিন রিদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন