English

37 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫
- Advertisement -

শিশুদের নিয়ে কী ভাবছেন সেলেনা?

- Advertisements -

বিখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন।  জানিয়েছেন শিশুদের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যত পরিকল্পনার কথাও।

জে শেট্টি পডকাস্টে তার বাগদত্তা প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা গোমেজ নিজের এসব ভাবনা প্রকাশ করেন।

গোমেজ বলেন, ‘আমি জানি না কী হবে, তবে আমি শিশুদের ভালোবাসি। আমার একটি ১১ বছর বয়সি বোন আছে, তাকে আমি সত্যিই ভালোবাসি। ’

তিনি বলেন, ‘আমি (শিশুদের) হাসাতে ভালোবাসি; তারা খুব মিষ্টি। তাই অবশ্যই, যখন সেই দিনটি আসে, তখন আমি এর জন্য খুব উত্তেজিত হই। ’

এ সময় ব্লাঙ্কো শিশুদের প্রতি সেলেনার টানের কথা জানান। তিনি বলেন, ‘যখনই কোনও জায়গায় বাচ্চা থাকে, তখনই আমি তাকে এমন করতে দেখি। সে তাৎক্ষণিকভাবে বাচ্চাদের কাছে যান এবং ঘণ্টার পর ঘণ্টা কথোপকথন করেন।’

‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয়ের মাধ্যমে গোমেজ কীভাবে তরুণ দর্শকদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে তুলেছিল, তাও ব্লাঙ্কো তুলে ধরেন। তিনি সেলেনাকে বলেন, ‘আপনি অনেক তরুণের জীবন গড়ে দিয়েছেন, তা সে বার্নি হোক, উইজার্ডস হোক… আপনি এখনও সেই পথ খুঁজে যাচ্ছেন। ’

বর্তমানে সেলেনা-ব্লাঙ্কো জুটির সম্পর্ক ভক্তদের মধ্যে গভীর আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই তারা তাদের একসঙ্গে কাটানো মূহুর্ত শেয়ার করেন।

যদিও তারা পরিবার শুরু করার নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি। তবে  গোমেজের উৎসাহ ভক্তদের এই দম্পতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা করতে বাধ্য করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন