English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

শিখরকে বিয়ের ইঙ্গিত দিলেন জাহ্নবী কাপুর

- Advertisements -

নাসিম রুমি: ভারতে রাজকীয় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের। আর এ বিয়েতেই নিজের ‘বিয়ের ইঙ্গিত’ দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরকন্যা জাহ্নবী কাপুর।

ছবি শিকারিদের সামনেই প্রেমিক শিখর জাহ্নবীর পাশ দিয়ে হেঁটে যান। আর শিখরকে দেখেই ব্লাশ করতে শুরু করেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ভারতের জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমকালো বিয়ের আসর বসে অনন্ত ও রাধিকার। সে অনুষ্ঠানেই নিজের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন জাহ্নবী। আর এতে সায় দেন দীর্ঘদিনের প্রেমিক মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়াও।

শোবিজ পাড়ায় বেশকিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল জাহ্নবী ও শিখরের। এতদিন নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্বের’পরিচয় দিয়েছেন তারা। তবে অনন্ত ও রাধিকার বিয়েতে তাদের দেখা গেল ভিন্ন আঙ্গিকে।

শুক্রবার (১২ জুলাই) অনন্ত ও রাধিকার বিয়ের দিন কাপল হয়েই অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী ও শিখর। একসঙ্গে তোলেন বেশ কয়েকটি ছবি। ছবি শিকারিদের আবদারও মেটাতে দেখা যায় জাহ্নবীকে। এ সময়ই ধরা পড়ে জাহ্নবী ও শিখরের প্রেমের অনুভূতি।

জাহ্নবী ছবি শিকারিদের জন্য নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করেন। আর ওই সময়ই প্রেমিকাকে কাধছাড়া করতে চাচ্ছিলেন না শিখর। তাই জাহ্নবীর পাশ দিয়ে হেঁটে যান। তখনই অভিনেত্রী ব্লাস করতে শুরু করেন। আর তা দেখে একেবারে চোখ ফেরাতে পারছিলেন না শিখর। দুজনেই অকারণে হাসছিলেন। তিনি জানান আমি শিখরের সাথে সম্পর্কে আছি। আগামী বছরে উভয়ই বিয়ে করার পরিকল্পনা নিয়েছি।

আর এতেই ছবি শিকারিরা বুঝে যান প্রেমের গভীর সম্পর্কে ভাসছেন দুজন। এতদিন ক্যামেরার সামনে তা আড়াল রাখলেও অনন্ত ও রাধিকার বিয়েতে নিজেদের অনুভূতি আর আড়ালে রাখতে চাননি তারা। সোশ্যাল মিডিয়ায় সে মুহূর্তের ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন