নাসিম রুমি: ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী মনীষা কৈরালা। তারপর মায়ানগরীর তিন ‘খান’— শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনজনকে নিয়ে মন্তব্য করেছেন মনীষা।
‘দিল সে’ ও ‘গুড্ডু’ সিনেমাতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন মনীষা। ‘সংদিল সানাম’ সিনেমায় সালমানের সঙ্গে ছিলেন তিনি। অন্যদিকে, ‘আকেলে হাম আকেলে তুম’ ও ‘মন’ সিনেমায় আমিরের সঙ্গে কাজ করেছিলেন মনীষা। শাহরুখকে নিয়ে প্রশ্ন করা হলে মনীষা বলেন, ‘আমার মতে, শাহরুখ সব থেকে বড় তারকা এবং চিরকাল সেটাই থাকবে। ও খুব অন্য রকম। কাজ করতে গিয়েও দেখেছি, তারকা হওয়া সত্ত্বেও ও মাটিতে বসে চা খায়।’
মনীষা জানান, সফল হওয়া সত্ত্বেও যিনি মাটিতে পা রেখে চলেন, অভিনেত্রী তেমন মানুষকেই পছন্দ করেন। অভিনেত্রী আরও জানান, মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় প্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু, তিনি রাজি হননি।
বিগত কয়েক বছরে আমির যেভাবে নিজের অভিনয়ের ধরন বদলে ফেলেছেন, সেই প্রসঙ্গ উত্থাপন করে মনীষা বলেন, ‘দশ-পনেরো বছরের কাজ দেখে ওর প্রতি সম্মান বেড়েছে। অভিনেত্রী হিসেবে আমিও ঠিক এ রকমই চরিত্রের সন্ধানে থাকি, যেখানে আমাকে দর্শক ‘চরিত্র’ হিসেবেই দেখতে পাবেন।’
অন্যদিকে সালমান যে ভালো মনের মানুষ, সেই প্রসঙ্গ উল্লেখ করেন মনীষা। তিনি জানান, তার মায়ের পছন্দের তারকা সালমান। মনীষা বলেন, ‘আমি জানি ও প্রচুর সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। ও বহু ক্যানসার রোগীকে সাহায্য করেছে।’