English

31 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

শাহরুখ ভারতের সবচেয়ে বড় তারকা: কারিনা কাপুর

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন। শাহরুখ, সালমান আর আমিরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই আলোচনা করেন তার ভক্তরা। অভিজ্ঞতার ভিত্তিতে কারিনা তিন খানের মধ্যে কাকে এগিয়ে রেখেছেন তা নিয়ে চলে জল্পনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনাকে বলতে শোনা যায়, শাহরুখ খান ভারতের সবচেয়ে বড় তারকা। সঙ্গে জুড়ে দেন নিজের সময়ের থেকে ২০ বছর এগিয়ে রয়েছেন ‘জাওয়ান’ শাহরুখ। শাহরুখ খানের সঙ্গে কারিনা কাপুরকে দেখা গিয়েছে রা ওয়ান আর ডন সিনেমায়।

এদিকে সালমান প্রসঙ্গে কারিনা জানান, বেশিরভাগ সময়ই নিজেকে নির্লিপ্ত দেখানোর চেষ্টা করে সালমান, তবে তিনি ছুরির মতো ধারালো। সালমান নিজের ব্যক্তিত্ব, মেগা স্টারডমের উপর সবসময় জোর দেন। এবং সেগুলি ধরে রাখার চেষ্টা করেন।

আমিরের সঙ্গে লাল সিং চাড্ডায় কাজ করেছেন কারিনা। আর বলিউডের এই খানের ব্যাপারে তিনি জানান, কাজের সময় আমির থাকেন খুব মনযোগী। বেশিরভাগ সময়ই সিনেমার চরিত্রগুলিতে ডুবে থাকেন আমির। আর কাজ নিয়েই চিন্তা করে যান।

এছাড়া কারিনা আরো জানান, আমির কোনও চরিত্রের মধ্যে এতটাই ঢুকে যান যে সেই চরিত্রগুলি নিয়েই কথা বলেন। এটাই কাজের প্রতি তার উৎসর্গ, ভালোবাসা। এই কারণেই এত ভালোবাসা পান আমির। তাহলে কি আমিরের সঙ্গে কাজ করা শক্ত এমন প্রশ্নে কারিনার জানান, আমির খুব চাপ নিয়ে ফেললে তিনি শান্ত হতে বলেন।

কারিনা কাপুর খানকে শেষ দেখা গিয়েছিলে নেটফ্লিক্সে জানে জান সিনেমায়। যা দিয়ে ওয়েব ডেবিউ হয় তার। এরপর কাজ করার কথা রয়েছে বাকিংহাম মার্ডারস ও দ্য ক্রিউ-তে।

বলিউডের তিন খানের সঙ্গে কাজ করলেও বাস্তব জীবনে চতুর্থ খানের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন কারিনা। ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন তিনি। দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে সুখের সংসার করছেন তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন