English

21 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

শাহরুখ কেজিএফ-এর মতো ছবি করলে দর্শক মেনে নিত না: রাজ সালুজা

- Advertisements -

কপিল ভার্মা পরিচালিত ‘রাষ্ট্র কবচ ওম’ ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, সঞ্জনা সাংঘি, জ্যাকি শ্রফ, আশুতোষ রানা, প্রকাশ রাজ এবং প্রাচি শাহ পান্ড্য। ছবিটির অন্যতম কাহিনীকার রাজ সালুজা। ‘রাষ্ট্র কবচ ওম’ মুক্তি পেয়েছে ১ জুলাই। মহামারী করোনাভাইরাসের পর ভারতের বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী ছবি। সে তুলনায় এখনো ঘুরে দাঁড়াতে পারেনি বলিউড।

লেখক-চলচ্চিত্র প্রযোজক রাজা সালুজার মতে, দর্শকরা দক্ষিণের ছবির কাছে অন্য রকম প্রত্যাশা রাখে। সেখান থেকে ‘যে কোনও জঘন্য জিনিস’ গ্রহণ করতে পারে, তবে বলিউড থেকে নয়। প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রের উত্থান সম্পর্কে তিনি জানান, হিন্দি সিনেমার চেয়ে বেশি ‘অযৌক্তিক অ্যাকশন’ সেখানে রয়েছে।

তিনি আরও জানান, ‘দর্শকই সিদ্ধান্ত নেয় কাকে গ্রহণ করবে আর কাকে করবে না। উদাহরণস্বরূপ বলা যায়, কেজিএফ-এর মতো ছবি শাহরুখ খান করতে পারেন, এটা মেনে নেবে না দর্শক। কিন্তু যশ করল বলে সবাই মেনে নিল। কেন? কারণ ভারতের দর্শকরা ইতিমধ্যেই মেনে নিয়েছে যে, দক্ষিণী অভিনেতারা যে কোনও জঘন্য দৃশ্যে অভিনয় করে দিতে পারেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন