নাসিম রুমি: বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং পরিচালক অ্যাটলির প্রতি সম্মান ও ভালোবাসার কারণেই নয়নতারা তার প্রথম হিন্দি ছবি ‘জওয়ান’-এ অভিনয়ের সিদ্ধান্ত নেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী এ তথ্য জানান।
নয়নতারা বলেন, ‘শাহরুখ স্যার আমার সঙ্গে কথা বলে নিশ্চিত করেছিলেন যে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি। হিন্দি সিনেমায় অভিনয় অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। কিন্তু তার আন্তরিক ব্যবহারে আমি ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করেছি।’
শাহরুখ স্যার আমাকে যেভাব সহযোগিতা করেছে,তা কখনো ভুলার নয়। তিনি যে নারীদের খুব বেশী সন্মান করেন, তার প্রমান আমি পেয়েছি। আগামীতে উনার সাথে অভিনয় করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। উনি সত্যই সুন্দর মনের মানুষ। বাস্তবেও খুবই রোমান্টিক। আমি মুগ্ধ উনার বিপরীতে অভিনয়ের সুযোগ পেযে।
তিনি আরও জানান, ‘শুধু শাহরুখ স্যার এবং অ্যাটলির জন্যই আমি ‘জওয়ান’-এ কাজ করেছি। অ্যাটলির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই আমি কাজ করেছি। তাই যখনই তিনি মনে করেন আমি তার ছবির জন্য উপযুক্ত, তখন থেকেই আমি তার পাশে আছি।’
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং বছরের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির মধ্যে স্থান পায়। ছবিটি বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলে। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়মণি, সান্যা মালহোত্রা, রিদ্ধি ডোগরা এবং সুনীল গ্রোভার-এর অভিনয় সমৃদ্ধ এই চলচ্চিত্রটি প্রায় ১১০০ কোটি রুপি আয় করে।