নাসিম রুমি: আজ মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘লিও’। প্রথম দিনেই বিভিন্ন রেকর্ড ভেঙে বক্স অফিসে গর্জন তুলেছে ছবিটি। এছাড়া চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘লিও’, যা বিজয় ভক্তদের জন্য সুংসবাদই বটে। অগ্রিম টিকিট বিক্রিতে ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে ছবিটি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে জানা যায়, ‘লিও’ ইতোমধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে। এর মাধ্যমে বিজয়ের ‘লিও’ টপকে গেছে শাহরুখ খানের ‘জওয়ান’কে। অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ১৫.৭৫ লাখ।
অগ্রিম টিকিটের পর ইউএসএ প্রিমিয়ারের ক্ষেত্রেও দাপট দেখিয়েছে ‘লিও’। সেখানে সিনেমাটির বক্স অফিস আয় ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ব্লকবাস্টার ‘জেলার’, ‘জওয়ান’ ও ‘পাঠান’সহ অন্যান্য ভারতীয় সিনেমা এই মাইলফলক ছুঁতে পারেনি। এমনকি রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’কেও টপকে গেছে এই ছবি।
‘লিও’র মার্কিন পরিবেশক সংস্থা জানিয়েছে, সেখানকার ১০০০’র বেশি স্ক্রিনে দেকা যাচ্ছে সিনেমাটি। দর্শকের টিকিট চাহিদাও প্রচুর। এভাবে চলতে থাকলে ইউএসএ প্রিমিয়ারে শীর্ষে থাকা রজনীকান্তের ‘কাবালি’ সিনেমার রেকর্ডকেও ভেঙে দেওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।