English

31 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫
- Advertisement -

শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটির মামলা করেছিলেন মনোজ

- Advertisements -

নাসিম রুমি: প্রয়াত বলিউড অভিনেতা মনোজ কুমারের সঙ্গে ইন্ডাস্ট্রির অনেকেরই বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছেন। শাহরুখ খানের সঙ্গে রয়েছে তার অন্যরকম একটি স্মৃতি। শাহরুখের বলিউডে বাদশাহী দাপট থাকলেও একবার মনোজ কুমারের রোষানলে পড়েছিলেন।

মাত্র ৩৫টি সিনেমা করেই যিনি বলিউডে নিজস্ব ট্রেন্ড-স্টাইল তৈরি করেছিলেন, সেই মনোজই অতীতে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এ কারণে প্রবীণ অভিনেতার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন শাহরুখ খান।

ঘটনাটি ২০০৭ সালের ঘটনা। তারকা সমৃদ্ধ ‘ওম শান্তি ওম’ সিনেমা নিয়ে বলিউডে তোলপাড় চলছিল। দর্শকরাও টিজার, ট্রেলার, গানে শাহরুখ-দীপিকার রোম্যান্স দেখে মাতোয়ারা! কিন্তু একটি দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন মনোজ কুমার। ফারহা খান নির্মত ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায় মনোজ কুমার স্টাইলে হাতে মুখ ঢেকে সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করেছেন শাহরুখ।

ইন্ডাস্ট্রির জুনিয়র এক শিল্পীর কাছ থেকে এমন ‘ব্যঙ্গ’ আশা করেননি প্রবীণ অভিনেতা। ভীষণ দুঃখ পেয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন। ফারহা খানকে ওই দৃশ্য কেটে ফেলার কথা বলেন মনোজ। বর্ষীয়ান অভিনেতার কথা ফেলতে পারেননি নির্মাতা। তাই ভারতে প্রিমিয়ারের ব্যাঙ্গাত্মক দৃশ্য ছাড়াই ‘ওম শান্তি ওম’ মুক্তি দেয়। তবে মনোমালিন্যের এখানেই সমাপ্তি ঘটেনি।

এ ঘটনার কয়েকদিন পরেই এক দুপুরে শাহরুখ খান মনোজ কুমারকে ফোন করলেন। বাদশার ফোন পেয়েই অপরপ্রান্ত থেকে প্রবীণ অভিনেতা দৃঢ় কণ্ঠ বলেন, ‘ঠিক আছে বাবা, এ আর এমন কী ঘটনা?’ শাহরুখ খানও গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়েছিলেন। বাদশা বলেছিলেন, ‘আমি সত্যিই ভুল করে ফেলেছিলাম। তার যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি। মানুষ তো প্যারোডি করে। আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। উচিত ছিল, মনোজ স্যরকে আগে থেকে ফোন করে এই দৃশ্যটির কথা জানিয়ে দেওয়া।’ এরপরই আসল সমস্যা তৈরি হয়।

ভারতের ৬ বছর পর ২০১৩ সালে যখন জাপানে ‘ওম শান্তি ওম’ মুক্তি পায়, তখন আর মনোজ কুমার স্টাইলে ওমের প্রিমিয়ারে প্রবেশ করার দৃশ্য কাটা হয়নি। মূলত কোনো কর্তন ছাড়াই ওই দৃশ্য রয়ে গিয়েছিল সিনেমায়। এইবার মারাত্মক চটলেন মনোজ কুমার। এবার আর মুখে কোনো কথা নয়, সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণ করলেন। ব্যঙ্গ করার অভিযোগ তুলে ১০০ কোটি রুপির মামলা দায়ের করেন শাহরুখ এবং এরোজ ইন্টারন্যাশনাল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন