নাসিম রুমি: শাহরুখ খানের জন্মদিনের আগের রাত থেকেই ‘মান্নাত’-এর বাইরে ভিড় জমেছিল। জন্মদিনে শাহরুখকে এক নজর দেখতে ভক্তদের হিড়িক পড়ে। অনুরাগীদের বাঁধনছাড়া উচ্ছ্বাসের মধ্যেই এবার মান্নাতের বাইরে ঘটল চুরির ঘটনা। হারানো যায় ৩০টি ফোন।
ওই রাতে মোট ১৭ জন বান্দ্রা থানায় এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে বান্দ্রা ও পাশ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম শুভম যমুনাপ্রসাদ, মোহাম্মদ আলি ও ইমরান।
২ নভেম্বর রাত ১২টার সময় মান্নাতের বারান্দা থেকে দেখা দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, চেনা ভঙ্গিমায় ভালোবাসাও ফিরিয়ে দেন। ঠিক যখন তিনি দর্শন দিলেন তার অনুরাগীদের, সেই সময় মান্নাতের বাইরে চলছিল চুরি। যদিও শাহরুখের উপস্থিতিতে প্রথমে কেউই তেমন বোঝেননি যে নায়কের বাড়ির সামনে আগত হাজারো অনুরাগীর মধ্যে একদল পকেটমারও ছিল। এই তিনজনই সেদিন সুযোগের সদ্ব্যবহার করে হাতসাফাইয়ের কাজ করেন।